ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, বাবা-মেয়ে আহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ১৯:৫৪, ২৫ এপ্রিল ২০২৫

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, বাবা-মেয়ে আহত

ছবি: প্রতিকী

সাতক্ষীরায় যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১টার সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় আহত হয়েছেন বাবা-মেয়ে। নিহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু (২৮) ও তাদের ৩ বছরের শিশু পুত্র সৌরভ সাধু।  আহতরা হলেন, অপূর্ব সাধু (৩৪)  ও তার ৪ বছরের কন্যা সোভা সাধু।

স্থানীয়রা জানান, অপূর্ব সাধু তার স্ত্রী রিতা ও দুই সন্তানকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিরার কদমতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পরিবহণ তাদের মোটর সাইকেলে সজোরে ধাক্কা দিলে তারা রাস্তার উপর পড়ে যান। এসময় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী রিতা ও পুত্র সৌরভ ঘটনাস্থলেই মারা যান। এরপর স্থানীয়রা অপূর্ব সাধু ও তার শিশু কন্যাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ জানান, পরিবহনের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সড়ক ফাঁকা থাকায় পরিবহনটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি।

মিজানুর রহমান/রবিউল হাসান

×