
ছবি: জনকণ্ঠ
পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে বিকাশের ২৮ লাখ টাকাসহ আত্মগোপনে থাকা সোহেল আরমান (৩০) কে আটক করেছে পুলিশ। আরমান ঢাকার আশুলিয়া থানায় একটি বিকাশ অফিসে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) পদে চাকরি করতেন। তিনি সাভারের মোঃ জালাল উদ্দিন এর ছেলে।
আজ, শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ১৭ এপ্রিল সকালে সোহেল আরমান আশুলিয়া বিকাশ অফিস থেকে নগদ ২০ লাখ ও বিকাশ এজেন্টদের কাছ থেকে আরো আট লাখ টাকাসহ মোট ২৮ লাখ টাকা নিয়ে আত্মগোপন চলে জান। পরে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন এলাকার লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজতে থাকে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ২৪ এপ্রিল সোহেল কুয়াকাটায় এসে একটি অভিজাত হোটেলের কক্ষ ভাড়া নিয়ে রাত কাটান। ওই সময় কুয়াকাটার এক অটো চালকের সাথে মোবাইলে যোগাযোগ করেন। এরপর আবার মোবাইল বন্ধ করে রাখেন। পরবর্তীতে পুলিশ তার মোবাইল ট্র্যাক করে কুয়াকাটার ওই অটোচালকের সঙ্গে যোগাযোগ করে। পরে আজ দুপুরে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, সোহেল আরমান একা অফিসিয়াল কাজে এসেছে বলে একটি কক্ষ ভাড়া নেন। তার এনআইডিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কক্ষ ভাড়া দেওয়া হয়েছিল।
আশুলিয়া থানার এসআই আশরাফুল হাসান তার টিম নিয়ে মোবাইল ট্রাকিং করে সোহেলকে আটক করেন। তিনি বলেন, ‘গ্রেফতার সোহেল অত্যন্ত চালাক প্রকৃতির। বারবার গন্তব্য পরিবর্তন করায় গ্রেফতার করতে সময় লেগেছে। তার বিরুদ্ধে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মেজবাহউদ্দিন/রবিউল