ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

খাগড়াছড়ির সংরক্ষিত বনাঞ্চলে লাল বন মোরগ অবমুক্ত

জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি

প্রকাশিত: ১৯:১৭, ২৫ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ির সংরক্ষিত বনাঞ্চলে লাল বন মোরগ অবমুক্ত

ছবি: জনকণ্ঠ

খাগড়াছড়ি বন বিভাগ দুটি আশঙ্কাহীন প্রজাতি লাল বন মোরগ উদ্ধার করে প্রাকৃতিক বনে অবমুক্ত করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি আলুটিলার সংরক্ষিত বনাঞ্চলে বন মোরগ দুটি অবমুক্ত করা হয়।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, বন্য প্রাণী রক্ষার্থে বন বিভাগ কাজ করে যাচ্ছে। শুক্রবার সকালে বন বিভাগের একটি টিম বাজার টহলের সময় দুইটি বন্য মোরগ বিক্রির জন্য আনা হলে তা উদ্ধার করা হয়।

বিক্রেতা তার ভুল বুঝতে পেরে ভবিষ্যতে বন্য মোরগ শিকার বা বিক্রি না করার প্রতিশ্রুতি দেন। পরে মোরগ দুটি বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।

বন কর্মকর্তা ফরিদ মিঞা আরও বলেন, ‘প্রকৃতিতে প্রাণীদের বাঁচার অধিকার রয়েছে। বন উজাড় ও বন্যপ্রাণী শিকারের কারণে এসব প্রাণী হারিয়ে যাচ্ছে। আমাদের সচেতনতা তৈরি না হলে ভবিষ্যৎ প্রজন্ম এই প্রাণীগুলিকে দেখতে পাবে না।’

রবিউল হাসান

×