
ছবি: সংগৃহীত।
সাভারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এক কর্মচারী নিহত হয়েছেন। নিহতের নাম হাবিবুর রহমান। তিনি প্রতিষ্ঠানের নিম্নমান সহকারী (টেলিফোন অপারেটর) পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসির সামনেই এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন হাবিবুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুর রহমান বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ বাসন্দা গ্রামের বাসিন্দা।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. হাসান মাহবুব বলেন, হাবিবুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার দুই পায়ে গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর সহকর্মীরা মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন। তারা বলেন, সিসিটিভি না থাকায় দুর্ঘটনার বিস্তারিত জানা যাচ্ছে না। নিরাপদ সড়ক ও হাবিবুর রহমানের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবি করেন তারা।
সাভার হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর বিষ্ণুপদ শর্মা বলেন, “দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আমরা আশপাশে খোঁজখবর নিচ্ছি, মাইকিংও করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক পার হতে গিয়ে কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি আহত হন।”
“হাবিবুর রহমানের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
সায়মা ইসলাম