
ছবিঃ সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখা নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার বাদ জুমা নরসিংদী পৌরসভা চত্বর থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশন এসে শেষ হয়। সভাপতিত্ব করেন ও মিছিলে নেতৃত্ব দেন মাওলানা শওকত হোসেন সরকার। সেখানে বিক্ষোভের পর সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মুফতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান সিদ্দীকি, অর্থ সম্পাদক মাওলানা নূরুল হুদা, মুফতি মাওলানা আব্দুর রহিম, ছলিমুল্লাহ আজিজ, ফতুয়া বোর্ডের প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা মোস্তফা ফারুকী প্রমুখ।
বক্তারা বলেন, "নারীকে পণ্য হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। তবো এ আইন বাস্তবায়ন করতে দেয়া হবে না।"
মারিয়া