
ওই ব্যক্তির পরিধেয় একাধিক কাপড়ে মেলে সোনার অস্তিত্ব। পরে এগুলো জব্দ করা হয়।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিনব চোরাচালান কৌশল ধরা পড়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দুবাইফেরত যাত্রী আলীম উদ্দিনের পরিধেয় কাপড় থেকে সোনার প্রলেপ থাকার প্রমাণ মেলে।
জানা যায়, ৪০ বছর বয়সী আলীম উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা হলেও তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণের টিকিট কেটেছিলেন। কিন্তু গোয়েন্দা নজরদারির কারণে তাঁকে সিলেটেই নামানো হয়। এরপর বিমানবন্দরের স্ক্যানারে পরীক্ষা করে দেখা যায়, তাঁর অন্তর্বাস, গেঞ্জি, শার্ট ও প্যান্টসহ মোট আটটি কাপড়ে সোনার প্রলেপ দেওয়া রয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, সোনা গলিয়ে কাপড়ে মিশিয়ে তা ব্যবহৃত পোশাকে প্রলেপ হিসেবে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় এক কেজি সোনা রয়েছে। তবে কাপড়গুলো পোড়ানোর পর প্রকৃত পরিমাণ জানা যাবে।
সিলেট কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল হক বলেন, “আলীম একসঙ্গে কয়েকটি অন্তর্বাস ও গেঞ্জি পরে এসেছিলেন। সব কটির ভেতরেই সোনার প্রলেপ পাওয়া গেছে। এগুলো পুড়িয়ে সোনা উদ্ধার করা হবে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এদিকে, ওই একই ফ্লাইটে থাকা আরও একজন চোরাচালানকারীকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।
নুসরাত