
ঈশ্বরদীর চরাঞ্চলের ডিগ্রীর চরে জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল দশটায় ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের চরকুড়লিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চরকুলিয়া গ্রামের ইয়াছিন বাহিনীর রেকাত আলীর ছেলে পিল্লু (২৬), হাবিবুল ইসলাম হুজুরের ছেলে সোয়াইব হোসেন (২৭)। দু’জনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ইয়াছিন আলী অস্ত্রসহ ৩০/৩৫টি মোটরসাইকেল নিয়ে ডিগ্রির চরে যায়। সেখানে আগে থেকে প্রস্তুত হয়ে থাকা কুষ্টিয়ার মুকুল বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ শুরু হয়। এতে দুই গ্রুপের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে চরাঞ্চলের জনৈক ব্যক্তি জানান, ডিগ্রির চরসহ পদ্মার তীরে বেশ কয়েকটি চর ঈশ্বরদীর মধ্যে হলেও কুষ্টিয়া জেলার সীমানার নিকটবর্তী।
ফলে কুষ্টিয়ার জামাল বাহিনী সবসময় এ চর দখলে রাখতে চায়। এদিকে ইয়াছিন বাহিনীও চরের দখল নিতে মরিয়া হয়ে থাকে। চরের দখল নিয়ে এর আগেও এদুই বাহিনীর মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতেও ডিগ্রির চরে অসংখ্য গুলির শব্দ শোনা যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামের মোবাইল ফোনটি রিসিভ করা না হলেও এসআই পারভীন ডিগ্রির চরের সংঘর্ষস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান।
রিফাত