ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কালিয়াকৈর মডেল মসজিদে চুরি, মুসল্লিদের তীব্র নিন্দা

মোঃ  ইমারত হোসেন, কালিয়াকৈর,গাজীপুর

প্রকাশিত: ১৪:০৬, ২৫ এপ্রিল ২০২৫

কালিয়াকৈর মডেল মসজিদে চুরি, মুসল্লিদের তীব্র নিন্দা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে।  এ সময়  চোর চক্র  মসজিদের তিনটি ফায়ার এক্সটিংগুইসার চুরি করে নিয়ে পালিয়ে যায়।

 এতে মসজিদের মুসল্লীরা তীব্র নিন্দা জানিয়েছেন।

মসজিদের মুসল্লিরা জানায় এশার নামাজ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

মসজিদের সিসি ক্যামেরায় দেখা যায়  গেঞ্জি ও লুঙ্গি পরা দুই ব্যক্তি এ চুরির ঘটনা ঘটান।

মসজিদ কমিটির পক্ষ থেকে, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার মাধ্যমে চোরকে শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করার দাবি জানান। 

এ ঘটনায়  কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি  কাউছার আহম্মেদ জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যেহেতু মসজিদে সিসি ক্যামেরা লাগানো রয়েছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দ্রুত সময়ের মধ্যে চোরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুমু

×