ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে জীবননাশের হুমকিতে সংবাদ সম্মেলন

বোয়ালমারী, ফরিদপুর

প্রকাশিত: ১৩:২৪, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:২৫, ২৫ এপ্রিল ২০২৫

বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে জীবননাশের হুমকিতে সংবাদ সম্মেলন

ছবি: জনকণ্ঠ

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার প্রত্যন্ত এক গ্রামের তিন সন্তানের জননী এবং ধর্ষণ চেষ্টার মামলার বাদীকে জীবননাশের হুমকি দেওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নির্যাতিত নারী বলেন, ‘ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামের মো. মোশারফ মোল্যার ছেলে মো. আকাশ মোল্যা (২৬) দীর্ঘদিন ধরে আমাকে উত্ত্যক্ত করছিল এবং কুপ্রস্তাব দিচ্ছিল। বিষয়টি এর আগে আকাশ মোল্যার বাবা-মাকে জানালেও কোনো সমাধান হয়নি। গত ১০ এপ্রিল রাত সাড়ে ১১টায় কলঘরে যাওয়ার সময়, আগে থেকে ওঁত পেতে থাকা আকাশ মোল্যা আমার শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে আমার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসে। এ ঘটনা জানাজানি করলে আমার তিন সন্তানকে খুন করার হুমকি দিয়ে আকাশ পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে আকাশ মোল্যা ও তার বাবা-মা পরদিন সকাল সাড়ে ১০টার দিকে আমার শ্বশুরবাড়ি গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আমার পরিবারের সদস্যদের আহত করে। পরে আমি ও আমার শাশুড়ি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি।’

তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘এ ঘটনায় গত ১৫ এপ্রিল আমি বাদী হয়ে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪)(খ)/১০ তৎসহ ৫০৬(২) দণ্ডবিধি ১৮৬০ ধারায় মামলা করেছি। পরবর্তীতে গত ১৯ এপ্রিল আমার স্বামী অভিযুক্ত আকাশ মোল্যা, তার বাবা মোশারফ মোল্যা, মা চম্পা বেগম এবং জনৈক আল আমিন মোল্যার নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি করেন। মামলা ও ডায়েরি করার পর থেকে আসামিরা আমাদের জীবননাশের হুমকি দিচ্ছে। গত ২৪ এপ্রিল আসামিরা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগে মানববন্ধন করেছে। আমরা এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি।’ 


 

মুন্সি/ সুরাইয়া

×