ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রঙিন ফুলের শোভা, সৌন্দর্যে বিমোহিত যাত্রীরা

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৩:১৬, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:২২, ২৫ এপ্রিল ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রঙিন ফুলের শোভা, সৌন্দর্যে বিমোহিত যাত্রীরা

ছবি : জনকন্ঠ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের চার লেনের আইল্যান্ড জুড়ে লাল, সাদা, হলুদ, বেগুনীসহ বাহারি ফুলের শোভা। মনে হয়, কংক্রিটের সড়কের বুকে কেউ যেন সযত্নে বিছিয়ে দিয়েছে এক টুকরো ফুলের বাগান। নানা রঙের ফুলের বর্ণিল  ছোঁয়াই আলোকিত হয়ে উঠেছে মহাসড়কের মীরসরাই অংশ। এতে রঙিন সৌন্দর্য্যে বিমোহিত হচ্ছেন এই সড়কে চলাচলকারী যাত্রী-চালকসহ পথচারীরা। 

 

 

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের মীরসরাইয়ের বিএসআরএম এলাকা থেকে শুরু করে সোনাপাহাড়, ঠাকুরদিঘী, মিঠাছরা, বড়তাকিয়া এলাকার পথজুড়ে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, টগর, হৈমন্তি, কাঞ্চন আর কত যে নাম না জানা ফুল! পাঁচ-ছয় ফুট উচ্চতার গাছগুলোতে ঝুলে থাকা রঙিন ফুলের হাসি পথিকদের চোখে-মনে এনে দেয় অন্যরকম প্রশান্তি। লাল, বেগুনি, হলুদ, সাদা রঙের এক অপার উৎসব যেন প্রতিদিন চলছেই। সেই সৌন্দর্য মুহূর্তে থমকে দেয় চলমান যাত্রাকেও। আইল্যান্ডজুড়ে রঙিন গাছেরা দাঁড়িয়ে যেন বলে উঠছে, “এই সড়ক শুধু কংক্রিট নয়, এ সড়ক ভালোবাসারও।”

 

 

চাকুরীজীবি হাসান আলী জানান, প্রতিদিনের পথচলার ক্লান্তি মুছে এ যেন এক চমৎকার ভ্রমণ অভিজ্ঞতা। যাত্রী কিংবা চালক কেউই আর নিজেকে আটকাতে পারে না এই সৌন্দর্য্যরে কাছে। কেউ থেমে ছবি  তোলে, কেউবা শুধু এক পলক তাকিয়ে থাকে।

এই মহাসড়কের যাতায়াতকারী চাকুরিজীবী সজল চন্দ্র নাথ ও প্রতাপ বনিক বলেন, কাজে যাওয়ার পথে এই ফুলের সৌন্দর্য দেখলেই মনটা খুশিতে ভরে যায়। কাজের ছাপ ভুলে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে থাকি।

 

 

 

স্থানীয় সাংবাদিক নাছির উদ্দিন ও আব্দুল মান্নান রানা জানান, ফুলগাছগুলো দেখতে অপূর্ব। কিন্তু আইল্যান্ডের কিছু গাছ কেটে সেখানে চাষাবাদ করেছে স্থানীয় কৃষকরা। এতে করে কমেছে ফুল গাছের সংখ্যা। এছাড়াও কোন কোন জায়গায় কদম-কড়াই গাছও লাগানো হয়েছে। সেগুলো বড় হলে ঝুঁকি হতে পারে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্ উদ্দীন চৌধুরী জানান, সড়কের সৌন্দর্য বাড়াতে নানারকম ফুলের গাছ লাগানো হয়েছে। সড়কের পরিবেশ ও যাত্রীদের মনোরম অভিজ্ঞতা তৈরির জন্য এগুলোর নিয়মিত পরিচর্যা করা হয়।

আঁখি

×