ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বন্ধ রেলওয়ে স্টেশন চালুর দাবি

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৩:১১, ২৫ এপ্রিল ২০২৫

বন্ধ রেলওয়ে স্টেশন চালুর দাবি

ছবি: জনকণ্ঠ

বিগত তিন দশক ধরে বহুল পরিচিত "নাজিরহাট ঘাট" রেলওয়ে স্টেশনটি বন্ধ রয়েছে। ১৯২৯ থেকে শুরু করে ১৯৩০ সালের দিকে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কর্তৃক ষোলশহর-নাজিরহাট লাইনের অংশের শেষ স্টেশন হিসেবে নাজিরহাট ঘাট রেলওয়ে স্টেশনটি তৈরি হয়।
 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের সাথে জড়িয়ে আছে এই স্টেশনটির নাম। নাজিরহাট স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাণিজ্যিক কেন্দ্র সংলগ্ন হালদা নদীর তীরে নাজিরহাট ঘাট স্টেশনটির অবস্থান। সড়ক ও নদীপথ থাকায় এ স্টেশনের গুরুত্ব অপরিসীম।
 

সময়ের বিবর্তনে হালদা আজ মৃতপ্রায়। সেই সাথে বন্ধ ঘাটে স্টেশনটির উন্নতির লক্ষণও নেই। শীঘ্রই স্টেশনটি সংস্কার করা সময়ের দাবী। নয়তো কালের আবর্তনে হারিয়ে যাবে এই জনপদের ঐতিহাসিক স্টেশনটি। 

 

ইউনুছ/ সুরাইয়া

×