ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ভারত মুক্ত হবার এই সুযোগ কি আগামী ১’শ বছরে আর পাবেন? এই ভুলের খেসারত আপনাদের সবাইকে দিতে হবে: ইলিয়াস হোসেন

প্রকাশিত: ১০:০৫, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:০৭, ২৫ এপ্রিল ২০২৫

ভারত মুক্ত হবার এই সুযোগ কি আগামী ১’শ বছরে আর পাবেন? এই ভুলের খেসারত আপনাদের সবাইকে দিতে হবে: ইলিয়াস হোসেন

ছবি : সংগৃহীত

সাংবাদিক ইলিয়াস হোসেন জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে তার ফেসবুক টাইমলাইনে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, "ভারত মুক্ত হবার এই সুযোগ কি আগামী ১’শ বছরে আর পাবেন? এই ভুলের খেসারত আপনাদের সবাইকে দিতে হবে।"

 

তার এই মন্তব্যটি মূলত ভারত-পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে চরম বৈরী সম্পর্ক সৃষ্টি হয়েছে। পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ, সীমান্তে গোলাগুলি এবং আকাশ ও বাণিজ্য নিষেধাজ্ঞার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।  

 

 

এমন সংকটময় মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসেনের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মন্তব্যকে সাহসী ও ভাবনাপ্রসূত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে বিতর্কিত বলেও অভিহিত করছেন। তবে এটি স্পষ্ট যে, তার বক্তব্য পরিস্থিতির গুরুত্ব ও সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাবের দিকেই ইঙ্গিত করছে।

আঁখি

×