
ছবিঃ সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লিজ দেওয়া পুকুর নিয়ে ষড়যন্ত্র ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে দিনাজপুরে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফুলবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক মতবিনিময় সভায় অভিযোগ করে উপজেলা মুক্তিযোদ্ধা লিয়াজোঁ কমিটি। তাঁদের অভিযোগ, ১৯৭৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কানাহার পুকুরটি মুক্তিযোদ্ধা সংসদের নামে বন্দোবস্ত দেন। আইন মেনে ১৯৮১ সাল থেকে মুক্তিযোদ্ধারা পুকুরটি ভোগ করে আসছেন।
সম্প্রতি কথিত সাংবাদিক মো. হারুন-উর-রশীদ চাঁদা দাবি এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
ইমরান