
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা গ্রামের মৃত ফজলে আলী খানের পুত্র মিজানুর রহমান রিবুর উপর অতর্কিত হামলা চালিয়েছে একই গ্রামের মৃত্যু নূর মোহাম্মদ হাওলাদার এর পুত্র মনির হাওলাদার।
২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল পাঁচটায় গোম বাজারে কনফেকশনারী ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিজানুর রহমান রিবু জানান, আসরের নামাজ শেষে বাজারে আসলে মনির হাওলাদার তাকে ডাক দিয়ে বলে মোবাইলে এসব কে পোস্ট করেছে। তখন আমি বিষয়টি কিছু বুঝতে পারিনি কে কি পোস্ট করেছে। আমি বিষয়টি এড়িয়ে গেলে আমার দোকানের সামনে এসে আমাকে গালাগালি শুরু করে। আমি তখন প্রতিবাদ করলে মনির দোকানের মধ্যে ঢুকে আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার দোকানে থাকা ক্যাশ বাক্স থেকে তিন লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এবং দোকানে ব্যাপক ভাংচুর চালায়।
মিজানুর রহমান আরো বলেন, মনির দীর্ঘদিন থেকেই আমার কাছে টাকা দাবি করে আসছিল। সেই টাকা না দেওয়ায় আজ আমার উপর হামলা চালিয়ে দোকান ভাঙচুর লুটপাট করেছে।
এ বিষয়ে জানতে চেয়ে মনির হাওলাদার কে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: সফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিফাত