ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ইকবাল হাসান মাহমুদ টুকু

রাজনীতিতে পরীক্ষিতরাই বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১:৩৮, ২৪ এপ্রিল ২০২৫

রাজনীতিতে পরীক্ষিতরাই বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবে

ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একমাত্র গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ কালিমালিপ্ত করতে পারেনি। আদর্শিক নেতা শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার রাজনীতি তারা-ই করতে পারবে, সদস্য পদ নবায়ন করতে পারবে যারা রাজনীতিতে ত্যাগ, তিতিক্ষায় পরীক্ষিত এবং খাঁটি সোনার মতো।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বিএনপি হচ্ছে ভদ্রলোকদের দল, আর আওয়ামী লীগ হচ্ছে নিকৃষ্ট দল, নিপীড়নকারী দল, গণহত্যাকারী দল, চোর-বাটপারদের দল। তাদের সাথে সমাজ বা জামাত করা যাবে না। ১৬ বছরের নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, হামলা-মামলা, লাঞ্ছনা-বঞ্চনা ভোলা যাবে না। শয়তানের সাথে আপোষ করা যায়, কিন্তু গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আপোষ করা যায় না।

তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পর দেশে এক নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ত্যাগ-তিতিক্ষার খোঁজখবর রাখছেন। তিনি পরিশুদ্ধ রাজনীতিতে বিশ্বাসী, কোনো অবস্থাতেই রাজনীতি কলুষিত করতে দেবেন না। তিনি সবাইকে দিকনির্দেশনা দিয়েছেন, নির্বাচনে জিততে হলে জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কাজ করা যাবে না। জনগণকে সহযোগিতা করতে হবে, সহমর্মিতা দেখাতে হবে, তাদের সুখ-দুঃখে পাশে থাকতে হবে।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের পরিচালনায় সদস্য পদ নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দপ্তর সম্পাদক এনামুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মারিয়া

×