ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ভাঙ্গুরা ভবানীপুর মাঠে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ৫০বিঘা জমির ধান নষ্ট

সংবাদদাতা ভাঙ্গুড়া পাবনা

প্রকাশিত: ২০:৫০, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫০, ২৪ এপ্রিল ২০২৫

ভাঙ্গুরা ভবানীপুর মাঠে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ৫০বিঘা জমির ধান নষ্ট

ছবি: ছাইফুল ইসলাম খান 

ভাঙ্গুড়ায় ভবানীপুর মাঠে কৃষকদের ইরি বুড়ো ধানের জমিতে ইটভাটার বিষাক্ত ধোয়ায় আনুমানিক প্রায় ৫০ বিঘা জমির ধান পুড়ে গেছে।


আজ বৃহস্পতিবার ২৪ ই এপ্রিল সকাল বেলা কৃষক রা তাদের জমি দেখতে গিয়া দেখে প্রায় ৫০ বিঘা জমি পুড়ে যায় এ ব্যাপারে ভাঙ্গুরা কৃষি অফিসে অভিযোগ করেন। তাৎক্ষণিক ভাবে কৃষি উপসহকারী আনজুয়ারা ঘটনা স্থল পরিদর্শন করেন এবং তিনি জানান গত বছরও একই  সময় এই জমিগুলো ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুরে গিয়াছিল  ।

আনুষ্ঠানিক আলাপ-আলোচনের মাধ্যমে কৃষকদের বিঘা প্রতি আট হাজার টাকা ক্ষতিপূরণ দেন ভাটা মালিকপক্ষ।
ঘটনাস্থল পরিদর্শনকালে  স্ক্রিম মালিক তিনি জানান আমার  প্রায় ৫০ বিঘা জমি ধান পুরে যায় আমরা সাধারণ কৃষকের জমি স্কিমে তারা সবাই এ ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। এই ধান তুলে তাদের পরিবার-পরিজন নিয়ে সারা বছর সুখে শান্তি থাকার পথ হারাম হয়ে গেছে। এত টাকা পয়সা খরচ করে প্রতিবছর তাদের জমিগুলো ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে যায় তাহলে দিন দিন আরো ঋণগ্রস্ত হয়ে পড়বে। কৃষক নাজমুল হক  প্রায় দেড় বিঘা জমি এই স্কিনে আবাদ করে আমার ধানের জমি নষ্ট হয়ে যায় ।গত বছর একই সময় এই দুর্ঘটনা ঘটে আমাদের যে ক্ষতিপূরণ দেয় তা দিয়ে সার ব্রীজে টাকায় যোগাড় হয় না। আমরা   সারা বছর ছেলে মেয়ে পরিবার  নিয়ে কিভাবে বাঁচব আমরা প্রশাসনের মাধ্যমে দ্রুত ভাটা চিরতরে বন্ধুর জন্য দাবি জানাচ্ছি।


এ ব্যাপারে ভাটা মালিক সাইফুল ইসলাম জানান ভাঙ্গুরা কৃষি অফিস পরীক্ষা নিরীক্ষা করে যদি বলেন ইট ভাটা বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়েছে তাহলে আমরা কৃষককে ক্ষতিপূরণ দিব গত বছরেও আমরা কৃষকদের  বিঘা পতি প্রায় আট হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছিলাম।


ভবানীপুর গ্রামের মন্টু মিয়া মালেকা খাতুন আমেনা খাতুন জানান ইটভাটার বিষাক্ত ধোয়ায় আমাদের আম কাঁঠাল নারিকেল লিচু সব পচে নষ্ট হয়ে যায় ।প্রতিটা ফলজ গাছ সম্পূর্ণ আদা-আধি ভাবে নষ্ট হয়েছে।


এ ব্যাপারে ভাঙ্গুরা কৃষি কর্মকর্তা জানান আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যদি  ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


ইট ভাটার মালিক ফরিদপুর উপজেলা হওয়ার কারণে আমরা তাৎক্ষণিকভাবে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। আরো জানান ইটভাটা টি লাইসেন্সবিহীন প্রয়োজনে আমরা ফরিদপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। 

নুসরাত

×