
ছবি: জনকণ্ঠ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক হীরা (৫১) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি পূর্বধলা উপজেলা যুবদলের সদস্য ও বিশকাকুনি ইউনিয়নের বড়রুহী গ্রামের মৃত আলী হায়দারের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, 'বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বসতঘরে আইপিএস স্থাপন করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
মৃত্যুকালে বজলুল হক হীরা স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তার জানাজা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সঞ্জয়/ সুরাইয়া