
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ,সরকার ও প্রশাসনের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতায় ফ্যাসিস্ট ও খুনি হাসিনা ও আওয়ামী লীগ এর দোসররা আস্ফালন করার সুযোগ পাচ্ছে । নির্বাচন ও বিচার প্রক্রিয়া যত বিলম্বিত হবে , গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগ ততই সুযোগ পাবে ।
বৃহস্পতিবার বিকেলে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশ বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে বিশাল গণসমাবেশে পরিণত হয় । দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি পুনর্গঠনের প্রক্রিয়া এই কর্মী সমাবেশের মাধ্যমে শুরু হলো ।
তিনি বলেন ,গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে পরিকল্পিত ভাবে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে । তিনি বলেন , আওয়ামি লীগ নিষিদ্ধ হবে কি হবে না ,এই বিতর্কে পতিত ফ্যাসিস্ট সুযোগ নিচ্ছে । আওয়ামি লীগ প্রশ্নে সিদ্ধান্ত ক্রিস্টাল ক্লিয়ার । আওয়ামী রাজনীতির চ্যাপ্টার ক্লোজোড । গণহত্যাকারী , জনগণের ওপর নির্যাতন- নিপীড়নকারী ফ্যাসিস্ট চক্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করলে শাহীদ পরিবারের সদস্য ও আহত এবং জনসাধারণ তাদের বরদাশত করবে না । সেজন্য রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফ্যাসিস্ট চক্রের বিরুদ্ধে প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে । প্রশাসনের ভেতরে আওয়ামী প্রেতাত্মা রেখে আওয়ামী ভূত তাড়ানো যাবে না । তিনি বলেন , আওয়ামী ফ্যসিবাদের পতনের ৮ মাস পরেও প্রশাসনে তাদের দোসরদের হটানো গেলোনা কেনো, কারা তাদের টিকিয়ে রেখেছে তা খুঁজে বের করতে হবে ।
কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান । তিনি বলেন , নির্বাচন নিয়ে নানা টাল বাহানা , ষড়যন্ত্র চলছে । তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণকে ভোটার অধিকার ফিরিয়ে দেয়া হবে । তিনি তারেক রহমান ঘোষিত জনকল্যাণে আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন , রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য , মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড ,কৃষক কার্ড , বেকারভাতা , কর্মসংস্থান , বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য , জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা , ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার প্রদান, উপজাতিদের কল্যাণে পৃথক অধিদফতর প্রতিষ্ঠা করা হবে । তিনি সকলকে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি জন সম্পৃক্ততা বৃদ্ধি ও ধানের শিষের প্রচারণা চালানোরও আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য , উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন , যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম , সাবেক চেয়ারম্যান গাজিউর রহমান , চেয়ারম্যান হুমায়ূন কবীর ,বিএনপি নেতা আবদুল খালেক ,জুয়েল খান ,সাহাবউদ্দিন সরকার , সাহাবউদ্দিন মেম্বার ,ছাত্র গণ অভ্যুত্থানের শাহীদ ময়েজ উদ্দিনের ভাই পরিবারের সদস্য মওলানা জালাল উদ্দিন ,উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম ইব্রাহীম , সাধারণ সম্পাদক মাহবুব হাসান রিয়াদ, ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মোসতাকিম , যুবদল নেতা আসলাম করিম আরিফ ,সাইফুল ইসলাম মোহাম্মদ আলী ,আবদুল মান্নান।
ফারুক