
ছবি সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের অপসারণ ও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে পৌর শহর ঘুরে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তর ও তাঁর সমর্থকেরা।
মাইক হাতে নেতৃত্ব দেওয়া রবিউল আউয়াল অন্তর ইউএনও‑কে সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের “দোষর” আখ্যা দিয়ে অভিযোগ করে বলেন, ‘একটি সিন্ডিকেটের ছত্রচ্ছায়ায় ভূমি, বালু ও হাট‑বাজার ইজারায় জবজবে দুর্নীতি চলছে। ইউএনও তাতে মদদ দিচ্ছেন।’
ছাত্র অধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সহ‑সম্পাদক বনি আমিন সিফাত বলেন, ‘দুর্নীতির অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
যোগাযোগ করা হলে ইউএনও মো. রবিউল ইসলাম সব অভিযোগ ‘মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি জানান, ‘ওনারা (আন্দোলনকারীরা) অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি ও হাট‑বাজার ইজারা সুপারিশ চেয়েছিলেন। বিধিবহির্ভূত হওয়ায় আমি রাজি হইনি। সেটিই তাদের ক্ষোভের প্রধান কারণ। আইনগত সমাধান নেব।’
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত ইউএনও‑বিরোধী কোনো লিখিত অভিযোগ পাইনি। নাগরিকেরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে পারেন, প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।’
উল্লেখ্য ইতিপূর্বে রবিউল আউয়াল অন্তর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন। তাকে অপহরণ ও উদ্ধার নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। এদিকে মানববন্ধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অন্তরকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মতামত ব্যক্ত করতে দেখা গেছে। তারা ইউএনওর স্বপক্ষে এসব মতামত ব্যক্ত করেন।
আশিক