
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়েলারি দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ডিলিং লাইসেন্স না থাকায় ৮টি জুয়েলারি দোকানকে অর্থদণ্ড করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর শহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন।
অভিযানে সূত্রে জানা গেছে, দোকানগুলো ডিলিং লাইসেন্স ছাড়াই স্বর্ণ ও মূল্যবান ধাতুর ব্যবসা পরিচালনা করছে। এতে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মালিকরা হলেন, রনজিদ বণিক, অসিম কুমার বিশ্বাস, রনজিদ পাল, অসম পাল, কাজল চন্দ্র দাস, সুমিত বণিক, প্রদীপ সাহা ও নান্নু বণিক।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন,ডিলিং লাইসেন্স ছাড়া স্বর্ণ ও মূল্যবান ধাতুর ব্যবসা করা আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি জনস্বার্থ ও ভোক্তাদের নিরাপত্তার সঙ্গে জড়িত। আজকের অভিযানে যে-সব প্রতিষ্ঠান লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনা করছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
ফারুক