ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ফরিদপুরের ভাঙ্গায় দুজন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

আবিদুর রহমান, নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১৯:২৩, ২৪ এপ্রিল ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় দুজন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

ছবি: জনকণ্ঠ

ফরিদপুর জেলার ভাঙ্গায় দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ভাঙ্গা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের দুইজন এসএসসি পরীক্ষার্থী তারা।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পৌর সদর এলাকার কলেজ রোডের কাওসার মোল্লার হোটেলের সামনে ওই দুই পরীক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত দুই পরীক্ষার্থী সায়েম শেখ ও আশিক মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, “কৃষি পরীক্ষা থাকায় দুই পরীক্ষার্থী আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাড়ি থেকে একটি ভ্যানযোগে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসছিল। পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ফাহিম নামের এক যুবক তাদের ভ্যানের গতিরোধ করে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয় জনগণ তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক জানান, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে পুলিশ তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’


 

আবিদুর/ সুরাইয়া

×