ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মাদারীপুরের ডাসারে প্রায় পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করলো প্রশাসন

মো. জাফরুল হাসান, নিজস্ব সংবাদদাতা, কালকিনি

প্রকাশিত: ১৮:৪৫, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৪৫, ২৪ এপ্রিল ২০২৫

মাদারীপুরের ডাসারে প্রায় পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করলো প্রশাসন

মাদারীপুরের ডাসারে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা প্রায় পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। সরকারি খাল ভরাট করে গড়ে তোলা পাকা ও টিনের তৈরি শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার বাজারসংলগ্ন একটি সরকারি খাল ভরাট করে অবৈধভাবে ভবন নির্মাণ শুরু করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সৈয়দ শাহ আলম। পরবর্তীতে এ ঘটনায় জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকা এবং টিভি চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর শাহ আলম উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় দুই সাংবাদিক তাঁর বিরুদ্ধে দুই কোটি টাকার দুটি মামলা দায়ের করেন।

এদিকে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তারা দ্রুত পদক্ষেপ নেয়। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন সৈয়দ শাহ আলমকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন।

অপরদিকে, সম্প্রতি বালিগ্রাম ইউনিয়নের সানমন্দি বাজার থেকে পাথুরিয়ারপাড় বাজার (ঢাকা-বরিশাল মহাসড়ক পর্যন্ত) তিন কিলোমিটার দীর্ঘ বরিশাল খালের পাশে থাকা সরকারি জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে দখলদার সৈয়দ শাহ আলম বলেন, "সরকারি জমিতে আমার নির্মাণাধীন ভবন আমি নিজেই সরিয়ে নেবো।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, “অবৈধভাবে নির্মিত শতাধিক স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণকারী শাহ আলমকে নিজ দায়িত্বে তা সরিয়ে নিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত জমির মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।”

নুসরাত

×