
ছবি: জনকণ্ঠ
রূপগঞ্জের বেকার নারীদের স্বনির্ভর করতে ওয়ার্ল্ড কেয়ার ফাউন্ডেশন (ডব্লিউসিএফ) এবং পূর্বায়ন প্রপার্টিজ লিমিটেড এর যৌথ উদ্যোগে ৪০টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় পূর্বায়ন আবাসনের সাইড অফিসে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় ভোলাব ইউনিয়নের এক'শ দরিদ্র পরিবারের মাঝে নিত্যপন্য (চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, চিনি) উপহার দেয়া হয়।
সেলাই মেশিন ও উপহার সামগ্রী বিতরণ পূর্বে এক সভায় বক্তব্য রাখেন পূর্বায়ন প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ (পরিচালক ও সাবেক এডিশনাল আইজিপি) এমএ খালেক, ওয়াল্ড কেয়ার ফাউন্ডেশন (ডব্লিউসিএফ) এর বাংলাদেশ শাখা প্রধান আবু সায়ের চৌধুরী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন পূর্বায়ন প্রপার্টিজ লিমিটেড এর পরিচালক দেওয়ান মো সাজেদুল করিম, পূর্বায়ন প্রপার্টিজ লিমিটেড এর পরিচালক মাহমুদুল হাসান পলাশ, ভোলাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া ভুইয়া, যুবদল নেতা আব্দুস সামাদ, বিএনপি নেতা সুজন মোল্লা, বিএনপি নেতা সেলিম মোল্লা সহ প্রমুখ।
পূর্বায়ন প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ বলেন, গ্রামের বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার মাধ্যমে গ্রামকে নগরায়ণ করার চেষ্টা করছিপূর্বায়ন প্রপার্টিজ শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় বরং প্রকল্পের আশপাশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে তাদের স্বনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকার।
শিহাব