
ছবি: জনকণ্ঠ
শহরকে যানজটমুক্ত ও শহরবাসীর যাতায়াতের সুব্যবস্থা এবং শৃঙ্খলাবদ্ধ নিরাপদ যানবাহনের লক্ষ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকালে চাঁদপুর পৌরসভার সম্মেলণ কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া।
তিনি বলেন, “পৌরসভার শহরের যাতায়াতের সু-ব্যবস্থা করার লক্ষে আজকের এই আয়োজন। ইলেকট্রিক সাশ্রয় ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার বিকল্প ব্যবস্থা দেখানো হলো। পরিবেশ রক্ষার দিকটা আমাদের চালকরা মাথায় তেমন নেয় না। শুধু চালকরা নয়, আমরা অনেকেই অনেকসময় এ চিন্তা করি না।"
পৌর প্রশাসক উপস্থিত উদ্যোক্তা কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, “বর্তমানে যে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চলছে তার থেকে নতুন এই সাশ্রয়ীতে আনতে হলে কিছু সুযোগ সুবিধা আপনাদের দিতে হবে। যেমন বর্তমানে চার্জ করতে যে সময় লাগে তার থেকে কম সময় লাগলে এটাতে আগ্রহ প্রকাশ করবে। এছাড়াও আপনাদেরকে নতুন প্রযুক্তির গাড়িটি শহরের সকলের সাথে পরিচয় করাতে হবে।“ তিনি আরো বলেন, চাঁদপুর শহরকে সুন্দর করতে আমি জানি কিন্তু অনেকে নিয়ম মানবে না। তাই করতে পারি না। নিয়ম বা আইন করতে পারবো কিন্তু সে নিয়ম বা আইন সকলের মানতে হবে। যে পরিকল্পনার এখানে দেখানো হলো তা খুব সুন্দর। একসময় এটা বাস্তবায়ন হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া, নুরুল আমিন আকাশ প্রমূখ। রোটারিয়ান সোহেল শেখের সঞ্চালনায় সম্ভাবনাময় নতুন প্রযুক্তির যানবাহন সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করেন, ট্রেড ইন্টারকন্টিনেন্টালের বিজনেস হেড মো. নাঈম হাসান খান, আকিজ বাইসাইকেল এন্ড ইন্জিনিয়ারিং লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রবিন খান, ইটিটি (ই-টমটম) এর উপর ডকুমেন্টারি উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সিইও এবং ফাউন্ডার মো. জয়নাল আবেদীন।
সেইফ এন্ড সাসটেইনেবল স্লোগান কেন্দ্র করে ই-টমটম ঝুঁকিপূর্ণ ইলেকট্রিক গাড়িগুলো পরিবর্তন ও এসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম আয়ন ফসফেড ব্যাটারি প্রচলন সহজলভ্য করতে ইভি টার্মিনাল (ওয়ান স্টপ সলিউশন) খুব শীঘ্রই চাঁদপুরে চালু হতে যাচ্ছে। চায়নার ইলেকট্রিক গাড়ির বিখ্যাত ব্র্যান্ড জিনপেন গাড়িগুলোতে থাকছে ১০ বছরের বডি ওয়ারেন্টি। যা বর্তমানে প্রচলিত গাড়ি গুলোর পরিবর্তে হতে যাচ্ছে একটি উপযোগী ও কার্যকর সমাধান।
শিহাব