ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কুয়েট ভিসি ও প্রোভিসির অব্যাহতির খবরে আমরণ অনশন ভঙ্গ করলেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ১০:০৯, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:০৬, ২৪ এপ্রিল ২০২৫

কুয়েট ভিসি ও প্রোভিসির অব্যাহতির খবরে আমরণ অনশন ভঙ্গ করলেন শিক্ষার্থীরা

ছবি : জনকন্ঠ

অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করা হয়েছে এমন খবরে অনশন ভঙ্গন করেছে আন্দোলনরত শিক্ষাকে। বুধবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীম উদ্দিন খান অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে রাত ১টায় আমরণ অনশনের সমাপ্তি ঘটান। এসময় শিক্ষার্থীরা আনন্দে ফেটে পড়েন। পরে তারা ক্যাম্পাসে বিজয় মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্বার বাংলার পাদদেশে শেষ হয়। এই সময় মিছিলের শিক্ষার্থীরা ভিসি বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে।

 


এর আগে রাত ১২টা ৫০ মিনিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে বলা হয়।  কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে । অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।

 


গত তিনদিন ধরে ভিসি অপসারণের এক দফা দাবিতে একটানা অনশন করে শিক্ষার্থীরা। গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির কর্মসূচিকে কেন্দ্র করে কুয়েট শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকেই উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

আঁখি

×