
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির নতুন সভাপতি আব্দুল মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানানোয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
জানা গেছে, স্থানীয় একটি ক্লাবের সংবর্ধনায় আওয়ামী লীগ নেতা রবিউল আলম সাবুল মান্নানকে ফুল দেন, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দল মনে করছে, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
জেলা বিএনপি ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন। মান্নান বলেন, তিনি চিঠি পেয়েছেন এবং উত্তর দেবেন।
আবীর