ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

প্রকাশিত সংবাদ ’বিকৃত করে প্রচার করায়’ আদালতে মামলা

মো. ফয়েজ, কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ২৪ এপ্রিল ২০২৫

প্রকাশিত সংবাদ ’বিকৃত করে প্রচার করায়’ আদালতে মামলা

লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশিত নিউজ 'বিকৃত করে প্রচার করায়' আদালতে মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন কমলনগরে কর্মরত অনলাইন পত্রিকা Day Night news'র প্রতিনিধি মোঃ নুর হোসেন। ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ এপ্রিল রোববার দুপুর ২:৫৪ মিনিটে Day night News'র অনলাইন সংস্করণে ' 'কমলনগরে লাইসেন্সবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া নামে বেনামে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে' শিরোনামে নিউজ প্রকাশিত হয়।প্রকাশিত নিউজ ও নিউজ শিরোনাম' বিকৃত করে সোস্যাল মিডিয়া তথা ফেসবুকে আপলোড করে প্রচারের চেষ্টা করে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিক।এতে নিউজ পোর্টালটির ব্যাপক ভাবমূর্তিক্ষুন্নসহ প্রতিষ্ঠানটির সম্পাদক ও স্থানীয় প্রতিনিধিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মর্যাদাহানি করা হয়েছে। এহেন অপকর্মের বিরুদ্ধে নিউজ পোর্টালটির  স্থানীয় প্রতিনিধি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে তিনি জানান, অনলাইন পোর্টাল ডে নাইট নিউজ ২০ এপ্রিল কমলনগরের ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়ম নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন করা হলে অভিযুক্ত ইমরান হোসেন তার নিজস্ব ফেসবুক আইডি Imran Hossain' থেকে  নিউজের শিরোনাম ও মূল বিবরণকে বিকৃত করে অসংলগ্ন শব্দচয়ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দেয়। তাঁর বিকৃত শিরোনামাংশে তিনি 'কমলনগরে শান্তিবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া বেলনামে ডায়াগনস্টিক কেন্দ্র পাকিস্তান' এহেন অসংলগ্ন বিকৃত শব্দ, বাক্য ও নিউজের বর্ণনায়ও অসংলগ্ন বিকৃত বাক্য গঠন করে তাঁর(ইমরান হোসেনের)ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয়। এতে সংবাদটির মূল মর্মার্থকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে।

অভিযুক্ত ইমরান হোসেন উপজেলার হাজির হাটের মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের মালিক। রোগ নির্ণয়কারী এ প্রতিষ্ঠানের নেই কোন বৈধ লাইসেন্স। নাই কোন টেকনোলজিস্ট। অভিযুক্ত ইমরান নিজে ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবার নিজেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামে অসহায় অসচেতন রোগীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। যদিও ইমরানের এ সংক্রান্ত কোন শিক্ষা বা প্রশিক্ষণ নাই।

এ বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেনকে জানতে চাইলে সে কোন সদুত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যায়।

রাজু

×