ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান

সফলতা অর্জন করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২৩:৫৯, ২৩ এপ্রিল ২০২৫

সফলতা অর্জন করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের সফলতা অর্জন করতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি কর্তৃক আয়োজিত বুধবার বিকেল  লন্ডন থেকে ভার্চুয়ালি নীলফামারী, রংপুর ও সৈয়দপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃতি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব। কেননা আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি। দেশের মানুষের কাছে নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় গিয়ে ৩১ দফার কর্মশালার আলোচনা পৌঁছে দেবেন। তারেক রহমান ১/১১ সময়ের পর থেকে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা জুলুম হয়েছে উল্লেখ করে বলেন, আমরা জুলুম করব না, প্রতিশোধ নিব না। আমরা প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা দেশের জনগণের কাছে রাষ্ট্রের আগামী কাঠামো তুলে ধরব।

জনগণ যাতে আগামী দিনে বিএনপির ওপর আস্থা রাখতে পারে। তাই জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি বিএনপি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। একপর্যায়ে তারেক রহমান তার এই কথার সঙ্গে একমত কি-না তা জানতে নেতাকর্মীদের হাত তুলতে বলেন। সকলে তারেক রহমানকে সমর্থন করলে তারেক রহমান সকলকে শপথ নিতে বলেন যে আগামী নির্বাচন পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এক কাতারে কাজ করব। জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা জনগণের উন্নয়নে ৩১ দফা বাস্তবায়ন করতে সক্ষম হবো।  
তিনি আরও বলেন, আমাদের সফলতা অর্জন করতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। আপনাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা জন সমর্থনবিরোধী কাজ করবেন তাদের সরিয়ে দিতে হবে। তা না হলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে। এর আগে তিনি ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মী প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন। এ সময় তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নের পরিকল্পনাগুলো তুলে ধরেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশে প্রায় ৩ কোটি লোক বেকার। তাই কারিগরি থেকে উদ্যোক্তা এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা দেওয়া হবে। তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে। এছাড়া কৃষিকে আধুনিকায়ন ও কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। উদ্যোক্তা তৈরির জন্য বিএনপি যুবকদের পাশে থাকবে এবং উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানি করা হবে। এরফলে দেশের চাহিদা যেমন মিটবে তেমনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সুনাম অর্জন করবে। 
এদিকে সকাল সাড়ে ১০টায় নীলফামারী শিল্পকলা একাডেমিতে  বিএনপির যুগ্ম মহাসচিব সহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে?, সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। তিনি আরও বলেন দুর্নীতি এখনো থামেনি। দেশকে দুর্নীতিমুক্ত করতে বিএনপি কাজ করে যাচ্ছে।
 এ সময় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সাবেক সচিব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জবি উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, কেন্দ্রীয় বিএনপির ত্রাণবিষয়ক  সম্পাদক অ্যাড. নেওয়াজ হালিমা, স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. মিজানুর রহমান চৌধুরী, প্রমুখ।

কর্মশালায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। কর্মশালায় অংশ নেন জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতা। কর্মশালায় রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়।

×