ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ছাত্রদল নেতার ক্লাব ঘর থেকে যুবলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:২৯, ২৩ এপ্রিল ২০২৫

ছাত্রদল নেতার ক্লাব ঘর থেকে যুবলীগ নেতা আটক

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ক্লাব থেকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১১টায় আটকের এ বিষয়টি জনকণ্ঠের এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি মো. তরিকুল ইসলাম। জানা যায়, বুধবার দুপুরে বন্দরের মদনপুর এলাকার ছাত্রদল নেতার ক্লাব থেকে ওই যুবলীগ নেতাকে আটক করা হয়। আটক জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম রাত ১১টায় বলেন, জাহেদ খন্দকারকে একটি ক্লাব ঘর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। আমরা বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করেছি। খুব শীঘ্রই তাকে ওই থানায় পাঠানো হবে। 

তিনি বলেন, তাকে একটি ক্লাব ঘর থেকে আটক করা হয়েছে। সেই ক্লাব ঘরটি সাবেক ছাত্রদলের নেতার কিনা তা এ বিষয়টি আমার জানা নেই।

বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন নিজের ক্লাবঘর থেকে আটকের বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি বর্তমানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। আমার বিরোধী পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচার চালাচ্ছে। 

আশিক

×