ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

রংপুরে রুমিন ফারহানা

এনসিপি ক্ষমতায় না থেকেও সব সুবিধা ভোগ করছে

নিজস্ব সংবাদদাতা রংপুর

প্রকাশিত: ২৩:২৭, ২৩ এপ্রিল ২০২৫

এনসিপি ক্ষমতায় না থেকেও সব সুবিধা ভোগ করছে

ব্যারিস্টার রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টি নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দলটি ক্ষমতায় নেই। কিন্তু তারা ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার সকল সুযোগ-সুবিধা পাচ্ছে। এই অবস্থায় তারা নির্বাচনে গেলে আপনি কি মনে করেন, আরও ৮-১০টা দলের সঙ্গে তাদের লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। না তাদের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। একটি অসম ক্ষেত্রে আমাদের নির্বাচনী যুদ্ধ করতে হচ্ছে। এটি নিয়ে আমাদের ভাবতে হবে।  
বুধবার ২৩ এপ্রিল দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নতুন ধারার রাজনীতির কথা বলা হচ্ছে। যারা দল গঠনের আগেই কোটি টাকা ব্যয়ে সরকারি যানবাহন ব্যবহার করে একটি বড় উদ্বোধনী অনুষ্ঠান করে ফেলে। তাহলে কি নতুন সংস্কার, নতুন দল, নতুন কথা, নতুন ধারার রাজনীতি। একেক জনের গাড়ি বহরে দেড় শতাধিক গাড়ি থাকে। প্রতিটি গাড়ি ৫ হাজার টাকা করে ধরে নিলে ৩ লাখ টাকা লাগে। এ টাকা কোথা থেকে এলো। আমাদের দল তো ৫০ বছর পুরনো। দেশের সবচেয়ে জনপ্রিয়, বার বার ক্ষমতায় আসা দল। আমরা তো ৫টির বেশি গাড়ি নিয়ে যেতে পারলাম না। নতুন ধারা নিজের রাজনৈতিক জীবনে চর্চা করতে হবে। শুধু মুখে বললে হবে না, রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণকে দেখাতে হবে। 
তিনি বলেন, ঢাকা শহরের রূপায়ণ টাওয়ারে দুটি ফ্লোরে বিরাট অফিস। এর ভাড়া কোথা থেকে আসে। শুনেছি শুভাকাক্সক্ষীরা নাকি টাকা দেয়। শুভাকাক্সক্ষীরা টাকা দেয় এমন দলকে যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাদের ব্যবসা-বাণিজ্য ভালো করার জন্য ফান্ডিং করে। এটি পাকিস্তান আমল থেকে চলে আসছে। ইউরোপ-আমেরিকার বড় বড় ব্যবসায়ীরাও এটি করে। তাহলে কি ধরে নেব এনসিপি এখন ক্ষমতায় আছে। এনসিপি ক্ষমতায় না থাকলে তাহলে এত সহযোগিতা কীভাবে পাচ্ছে। 
সংবিধান নিয়ে তিনি বলেন, ইদানীং সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে। সংবিধানে ভালো ভালো কথা লিখে দিলেই দেশ ভালো চলবে না। ব্রিটেনে কোনো সংবিধান নাই, এরপরেও সেখানকার মানবাধিকার, সুশাসন, ন্যায়বিচার অনেক ভালো। সংবিধানে ভালো ভালো কথা লিখে শেখ হাসিনার মতো রাতের ভোটে ক্ষমতায় থাকলাম, গুম করলাম, হত্যা-মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে দৌড়ের ওপর রাখলাম, বিরোধী দলের নারী কর্মীদের হেনস্তা করলাম। তাহলে কি গণতন্ত্র ভালো থাকবে, সুশাসন আসবে। সংবিধান কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। 
তিনি বলেন, বিএনপি একমাত্র দল যারা গত ১৭ বছর ধরে সঠিক, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এরজন্য বিএনপি নেতাকর্মীরা অকাতরে প্রাণ দিয়েছে, মাসের পর মাস কারাগারে থেকেছে, চাকরি পায়নি, ব্যবসা করতে পারেনি, এলাকায় থাকতে পারেনি। আমরা যদি মনে করি আওয়ামী লীগ বিদায় হয়েছে, আমাদের লড়াই শেষ। তাহলে আমরা ভুল করব। এখনো মানুষের ভোটের অধিকার আদায় করতে পারি নাই। আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে। 
তিনি আরও বলেন, বর্তমানে ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সংসদে যাবে। কিন্তু অতিরিক্ত আত্মবিশ^াসী ভালো নয়। আমাদের মনে রাখতে হবে লড়াইয়ের মাঠ অনেক শক্ত।

×