
জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের ময়মনসিংহের পৈতৃক বাড়ি ‘সুন্দর মহল’—যা দীর্ঘদিন জাতীয় পার্টির কার্যালয় হিসেবে পরিচিত ছিল—সেই ভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতা’ নামের একটি সংগঠন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ শহরের টাউন হল এলাকায় ‘সুন্দর মহল’-এর সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গণতন্ত্রবিরোধী ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে রওশন এরশাদ কাজ করেছেন। তারা বলেন, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত ঐতিহাসিক এই ভবন এখন বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
মানববন্ধনে ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকিব বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব বিনা ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার প্রতিটিতে রওশন এরশাদ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন। গণতন্ত্র হত্যাকারীদের অবশ্যই বিচার হতে হবে।
অন্যদিকে, জাতীয় পার্টির মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল সেলিম সাংবাদিকদের জানান, সুন্দর মহল রওশন এরশাদের পারিবারিক সম্পত্তি। পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ১২ বছরের জন্য একটি রেস্টুরেন্টের কাছে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে। মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা।
তিনি আরও জানান, সুন্দর মহলের সীমানার ভেতরে রওশন এরশাদের মায়ের কবর রয়েছে। দলের সংকটময় অবস্থায় দলীয় কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসএফ