
ছবি: সংগৃহীত
শায়েস্তাগঞ্জের আলাপুরে খোয়াই নদীর বাঁধ রক্ষায় অবৈধ মাটি উত্তোলন বন্ধে খুঁটি স্থাপন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে আলাপুর এলাকার লোকজন নদীর বাঁধে উঠার মুখে গাছের খুঁটি স্থাপন করেন।
এ ব্যাপারে আকবর মিয়া, খুদরত মিয়া, আমিন মিয়া ও ইয়াকুব মিয়া জানান- একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে খোয়াই নদীর চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে। মাটি বিক্রির জন্য বাঁধ দিয়ে ট্রাক্টর নদীতে প্রবেশ করানো হয়। সন্ধ্যা থেকে সকাল ৯টা পর্যন্ত অবৈধভাবে মাটি উত্তোলন করে চক্রটি হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এভাবে ট্রাক্টর দিয়ে মাটি উত্তোলন করায় নদীর নিকটবর্তী রাস্তার বেহাল অবস্থা দেখা দেয়। নদীর বাঁধ হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ।
এর প্রতিকারের জন্য বিষয়টি শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসকে অবগত করা হয়। তিনি বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক তহসিলদার কুতুব উদ্দিনকে সরেজমিনে পাঠান। তার (তহসিলদার) উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। পরে তার নির্দেশনায় বাঁধে উঠার মুখে গাছের খুঁটি স্থাপন করা হয়।
আলাপুরে খোয়াই নদীর বাঁধ রক্ষায় অবৈধ মাটি উত্তোলন বন্ধে পদক্ষেপ গ্রহণ করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
ইউএনও পল্লব হোম দাস বলেন- কয়েক মাস পূর্বে আলাপুরে খোয়াই নদীর বাঁধ রক্ষায় সংস্কার করা হয়েছে। এখান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা যাবে না। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আসিফ