
মাছ চাষের নামে সরকারিভাবে ইজারা দেওয়ার কার্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় হিন্দু অধ্যুষিত আমিরাবাদ গ্রামের জনগণের ব্যবহৃত খাস পুকুরে মাছ চাষের নামে সরকারিভাবে ইজারা দেওয়ার কার্যক্রম বাতিলের দাবিতে গ্রামের শতাধিক পরিবারের নারী-পুরুষ মানববন্ধন করেছেন। বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, গৌরি রাণী, নন্দ কুমার সাহা, সঞ্জীব কুমার হাওলাদার, খুকুমণি হাওলাদার, ঊর্মি হাওলাদার, শোভা রানী হাওলাদার প্রমুখ ।
তারা বলেন, জগৎ মেম্বার বাড়ির সামনের এই পুকুরটির সম্মুখ অংশে অসংখ্য হিন্দু পরিবার শত বছর ধরে বংশপরম্পরায় বসবাস করে আসছে। আশপাশের খালবিলের পানি লোনা থাকায় আমিরাবাদ গ্রামের লোকজন পুকুরের পানি রান্নাসহ দৈনন্দিন কাজে ব্যবহার করে। পুকুরের পাড়ে এলাকার সনাতন ধর্মীয় গৌড় গোবিন্দ সেবাশ্রম (মন্দির) রয়েছে। পূজা পার্বণের অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বহু লোকের সমাগম ঘটে। আগত ভক্তরা পুকুরের পানি ব্যবহার করেন। শতবর্ষী পুরনো পুকুরটির পানি এভাবেই সুদীর্ঘকাল পূজারীগণ, সংলগ্ন বাজারের দোকানদারগণসহ গ্রামবাসী ব্যবহার করে আসছেন।
পুকুরের ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে পটুয়াখালীর জেলা প্রশাসক, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বরাবরে তারা আগেই লিখিত আবেদন দিয়েছেন। বর্তমানে হিন্দু অধ্যুষিত আমিরাবাদ গ্রামের লোকজন পুকুরের ইজারা দেওয়ার কার্যক্রমের খবরে উদ্বেগ প্রকাশ করেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।