ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় পিকআপ উল্টে পুকুরে গোসল করা অবস্থায় একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা।।

প্রকাশিত: ২১:০৮, ২৩ এপ্রিল ২০২৫

কুমিল্লায় পিকআপ উল্টে পুকুরে গোসল করা অবস্থায় একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

কুমিল্লায় গ্যাস  সিলিন্ডারবাহী  একটি পিকআপ উল্টে পুকুরে পড়ে গেলে ওই পুকুরে গোসল করা অবস্থায় জিসান মিয়া নামের একজন পিকআপের নিচে চাপা পড়ে মারা যায়। বুধবার জেলার বরুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড ঝলম রোডে মসজিদের পাশের পুকুরে  এই ঘটনা ঘটে। নিহত জিসান মিয়া বরুড়া পশ্চিম পাড়ার মোঃ ফারুক মিয়ার ছেলে। 

জানা গেছে, বুধবার  গ্যাস সিলিন্ডার বহনকারী একটি  পিকআপ  নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুকুরে উল্টে  পড়ে। এ সময় পুকুরটিতে ছোট ছোট বাচ্চারা গোসল করছিলো। পুকুরে  উল্টে পড়া পিকআপটির নিচে চাপা পড়ে  জিসান (১০)মারা যায়।  

বুধবার বিকেলে বরুড়া থানার ওসি নাজমুল হক  বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপের চাপায় পুকুরে গোসল করা অবস্থায় বাচ্চাটির মৃত্যু হয়। পিকআপটি আটক  করা হয়েছে।

সায়মা ইসলাম

×