
ছবি: ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মো. ফাহিম
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় এক মারমা তরুণীকে ধর্ষণের মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মো. ফাহিম (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কদমরসূল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন।
গ্রেপ্তারকৃত ফাহিম রাঙ্গামাটির কাউখালীর পোয়াপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেনের ছেলে। ভুক্তভোগী তরুণী থানায় দেওয়া অভিযোগে জানান, তিনি আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। ওই অবস্থায় গত ১৭ এপ্রিল রাতে ফাহিম তাকে ধর্ষণের চেষ্টা করেন। বাধা দিলে তাকে মারধর করে আহত করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত একাধিকবার ফাহিম তাকে ধর্ষণ করেন। পরে অসুস্থ অবস্থায় ভুক্তভোগী তরুণী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণের পর থেকেই পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করেন। তার নির্দেশনায় প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয় এবং বিশেষ অভিযানে ফাহিমকে গ্রেপ্তার করা হয়।”
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সূত্রে জানা যায়, তরুণীকে বৃহস্পতিবার ভর্তি করা হলে চিকিৎসকরা তার শরীরে মারধরের চিহ্ন দেখতে পান। চিকিৎসা শেষে শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
নুসরাত