ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও যড়যন্ত্র চলছে: প্রিন্স

দেওয়ান নাঈম, নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট।

প্রকাশিত: ২০:৩২, ২৩ এপ্রিল ২০২৫

নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও যড়যন্ত্র চলছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও যড়যন্ত্র চলছে। সংস্কার প্রস্তাবের নামে অবাস্তব ও জন সম্পৃক্তহীন ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য, দ্বন্দ্ব, ফ্যাসাদ ও অন্তর্ঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। 

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন বিএনপির কর্মীসমাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কলসিন্দুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশ বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে বিশাল গণসমাবেশে পরিণত হয়।

সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিট, ফরহাদ রব্বানী সুমনআবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহবান জানান। 

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা টাল বাহানা ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নের্তৃত্বে সকল ষড়যন্ত্র নস্যাত করে জনগণকে ভোটার অধিকার ফিরিয়ে দেয়া হবে। তিনি তারেক রহমান ঘোষিত জনকল্যাণে আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।

তিনি সকলকে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি জন সম্পৃক্ততা বৃদ্ধি ও ধানের শিষের প্রচারণা চালানোরও আহবান জানান।
 

রিফাত

×