ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় যুব নেতৃত্বে সভা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।।

প্রকাশিত: ২০:৩২, ২৩ এপ্রিল ২০২৫

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় যুব নেতৃত্বে সভা

ছবি: সংগৃহীত।

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় সরকারের বাজেট বরাদ্দ ও বাস্তবায়নের লক্ষ্যে যুব নেতৃত্বে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা অডিটোরিয়ামে অ্যাক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান। ইয়ুথ হাব বাগেরহাটের সদস্য সামিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাসরিন সুলতানা এবং একশনএইড বাংলাদেশের ইনস্পিরেটর মোঃ নয়ন হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন, খানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন, কাড়াপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আকন, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার হুইসহ বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক যুবক ও যুবতী।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউনিয়ন পরিষদ এবং সরকারি দপ্তরের বাজেটে ১২টি খাতে বরাদ্দের দাবি জানান। এসব খাতের মধ্যে রয়েছে:

লবণাক্ততা মোকাবেলায় কৃষিখাতে বাজেট বৃদ্ধি, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণ ও সংস্কার, জলবায়ু অভিযোজনভিত্তিক শিক্ষাক্রম ও প্রশিক্ষণ, পানির সংকট মোকাবেলায় রেইনওয়াটার হারভেস্টিং সিস্টেম, নারী নেতৃত্বে অভিযোজন প্রকল্পে বরাদ্দ, গ্রামে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন ও মহড়ার আয়োজন, উদ্ধার সামগ্রী বিতরণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জলবায়ু সহনশীল ঘর নির্মাণে অনুদান বা ঋণ, লবণাক্ততা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের জন্য বিকল্প জীবিকা প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও সংস্কারে বাজেট বৃদ্ধি, প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লাইমেট ইনফরমেশন সেন্টার চালু, আগাম সতর্কতা বার্তা প্রচারে বাজেট বরাদ্দ, ইউনিয়ন পরিষদে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও বাজেট বরাদ্দ (যেমন: সবুজ ব্যবসা, কম্পোস্টিং, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার)।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুব সমাজকে সম্পৃক্ত করা ও তাদের নেতৃত্বকে কাজে লাগানো এখন সময়ের দাবি।

সায়মা ইসলাম

×