ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

অবশেষে আদমদীঘির আলোচিত নির্বাহী অফিসারকে তৃতীয়বার বদলি

নিজস্ব সংবাদদাতা, আদমদীঘি, বগুড়া

প্রকাশিত: ২০:৩২, ২৩ এপ্রিল ২০২৫

অবশেষে আদমদীঘির আলোচিত নির্বাহী অফিসারকে তৃতীয়বার বদলি

অবশেষে আলোচিত-সমালোচিত বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজকে তৃতীয়বারের মতো বদলির আদেশ দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত পত্রে তাকে এই বদলির আদেশ দেওয়া হয়।

জানা গেছে, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ ২০২৩ সালের ১২ ডিসেম্বর আদমদীঘি উপজেলায় যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন সময় সমালোচিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। ফাঁসিবাদী সরকারের সময় পাতানো সংসদ ও উপজেলা নির্বাচনসহ বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ফ্যাসিবাদী হাসিনা সরকারের সুরে সুর মিলিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখেন এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের উত্তরসূরি কিছু ইউপি প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যসহ কয়েকজনকে পাশে রেখে নানা সমালোচিত কাজ করে আসছেন। ফলে তার বিষয়ে উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ‘উপজেলাবাসী’ ব্যানারে তার বদলির দাবিতে কর্মসূচি পালিত হয়।

এরই ধারাবাহিকতায়, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি তাকে পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলির আদেশ দেওয়া হয়। সে সময় বদলির খবর এলাকায় পৌঁছালে অনেকেই মিষ্টি বিতরণ করেন। কিন্তু তিনি সেখানে যোগদান না করে কোনো অদৃশ্য শক্তির বলয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন।

এই অবস্থায়, ‘উপজেলাবাসী’ ব্যানারে একটি মানববন্ধনের মাধ্যমে তার দ্রুত বদলির আদেশ কার্যকরের দাবি জানানো হয়। কিন্তু তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

পরবর্তীতে, ৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে আবারও ৯ মার্চের মধ্যে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই পত্রকেও অমান্য করে তিনি যোগদান থেকে বিরত থাকেন।

এদিকে, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, গোপন টেন্ডারের মাধ্যমে নিজেই ঠিকাদার সেজে কাজ করা এবং ঠিকাদারদের বিল প্রদান না করে মাসের পর মাস হয়রানি করার অভিযোগে সাতজন ঠিকাদার লিখিত অভিযোগ দিয়েছেন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

অবশেষে আলোচিত-সমালোচিত এই নির্বাহী অফিসার রুমানা আফরোজকে ১৫ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক পত্রে ২৩ এপ্রিলের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব হিসেবে যোগদানের চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছে। অন্যথায়, ২৩ এপ্রিল অপরাহ্ন থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রুমানা আফরোজ অফিস সময়ে যোগাযোগ করার কথা বলেন এবং অপর একটি নম্বর থেকে আসা জরুরি ফোনকল রিসিভ করার কথা বলে সংযোগ কেটে দেন।

এম.কে.

×