ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী

প্রকাশিত: ২০:১৭, ২৩ এপ্রিল ২০২৫

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু 

টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় আয়না বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে টঙ্গীর মদিনাপাড়া মসজিদের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা নারী আয়না বেগম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিষপুকুর গ্রামের মৃত হামিদ সরকারের স্ত্রী। তিনি টঙ্গীর মদিনা পাড়া খান বাড়ী আলোর ভবনে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে টঙ্গীর মদিনা পাড়া রেললাইন দিয়ে হাটছিলেন আয়না বেগম। এসময় নরসিংদী থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের সাথে ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার খবর নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

রাজু

×