
রাজধানীর ডেমরায় ১৮ দিনের ব্যবধানে ফের এক চাঞ্চল্যকর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটার দিকে রাজাখালি এলাকায় হাফেজ ইব্রাহিমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৫-১৬ জনের একটি ডাকাত দল হাফেজ ইব্রাহিমের বাড়িতে হানা দেয়। তারা হাফেজ ইব্রাহিম, তার ছেলে শরীফ এবং তিন ফ্ল্যাটের ভাড়াটিয়াসহ মোট ছয়জনকে বেঁধে ফেলে। এরপর তিনটি ফ্ল্যাট থেকেই প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পাঁচ লক্ষ টাকা লুট করে ডাকাতরা। ঘটনাটি প্রায় ৪০ মিনিট ধরে চলে এবং ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বাইরে থেকে ফ্ল্যাটগুলোর দরজা তালাবদ্ধ করে দেয়।
ভুক্তভোগীদের দাবি, ডাকাতদের ভাষা ও পোশাকের ধরন থেকে ধারণা করা হচ্ছে তারা সবুজবাগ, খিলগাঁও বা রূপগঞ্জ এলাকার। সিসি ক্যামেরার ফুটেজে আরও কয়েকজন সহযোগীকে বাইরে অবস্থান করতে দেখা গেছে। এই ঘটনার সঙ্গে মিল রয়েছে গত ৪ এপ্রিল ভোররাতে আমুলিয়ার মোগলনাদা এলাকায় শাহাদাত হোসেনের বাসায় সংঘটিত আরেকটি ডাকাতির সঙ্গে। সেসময়ও প্রায় ১৪ লক্ষ টাকার সম্পদ লুট হয়। ভুক্তভোগীদের ধারণা, একই সংঘবদ্ধ ডাকাত দল এই দুই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার পরই তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র থেকে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন তিনি।
রাজু