ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মাটি বিক্রি না করায় ভেকু চালিয়ে ধান গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, ধামরাই

প্রকাশিত: ২০:১০, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:১১, ২৩ এপ্রিল ২০২৫

মাটি বিক্রি না করায় ভেকু চালিয়ে ধান গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

ছবি সংগৃহীত

ঢাকার ধামরাই উপজেলায় জমির মাটি বিক্রি করতে না চাওয়ায় এক কৃষকের ৫০ শতাংশ জমির কাঁচাধান ভেকু দিয়ে মাটিতে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী সিরাজুল ইসলাম এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সিরাজুল ইসলামের বড় ভাই ইদ্রিস আলী জানান, “আমাদের বারিল্যা মৌজার এসএ ২০ এবং আরএস ১২ নম্বর দাগে মোট ১২৪৬ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ জমির ধান সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে মনির নামের এক ব্যক্তি। আমাদের পরিবারের যৌথ মালিকানাধীন জমির মাটি কিনতে চেয়েছিল সে। রাজি না হওয়ায় আমাদের ধানের জমিতে ভেকু চালিয়ে সব নষ্ট করে দিয়েছে।”

অভিযুক্ত মনির হোসেন অবশ্য ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, “আমি কারও জমি নষ্ট করিনি। আমারই ক্রয়কৃত জমিতে ইদ্রিস অবৈধভাবে ধান রোপণ করেছে। ওই জমি আমার সাবকবলা দলিল অনুযায়ী ২০০ শতাংশ। ইদ্রিস বসেও না, কাগজও দেখায় না। আমি থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেছি।”

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আশিক

×