ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আমতলীতে চার ডাকাত গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা

প্রকাশিত: ১৯:০০, ২৩ এপ্রিল ২০২৫

আমতলীতে চার ডাকাত গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

ছবি: জনকণ্ঠ

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার এবং সদস্য এবলাচ হাওলাদার, বাদল হাওলাদার ও দেলোয়ার সিকদারকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার রাতে আমতলীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুইদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। সামসুল আলম চৌকিদারের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি এবং এবলাচ হাওলাদারের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী বাদল হাওলাদার ও দেলোয়ার সিকদারকে গ্রেপ্তার করা হয়।

রবিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তারা আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।

দুইদিন রিমান্ড শেষে বুধবার দুপুরে পুলিশ পুনরায় তাদের আদালতে সোপর্দ করে। বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তারা নজরুল ইসলামের বাড়ির ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রিমান্ড শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শহীদ

×