ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে পৃথক দুটি স্থানে গার্মেন্টস ও নীট কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৬, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৩২, ২৩ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে পৃথক দুটি স্থানে গার্মেন্টস ও নীট কারখানায় অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পৃথক দুটি স্থানে গার্মেন্টস কারখানায় ও নীট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে দিয়ে দুটি স্থানের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার ভোর পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় কে, সি, নীট কারখানার ৯ম তলা ভবনের ৪র্থ তলায় কার্টুন সেকশনের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় ফতুল্লার সস্তাপুরে গার্মেন্টস ও ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাজীগঞ্জ ফায়ার ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার বেলা পৌনে ৩টায় অগ্নিকাণ্ডের এ বিষয় দুটি নিশ্চিত করেছেন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বুধবার ভোর পৌনে ৪টায় কে, সি, নীট লিমিটেড কারখানার ৯ম তলার ভবনের ৪র্থ তলায় কার্টুনে অগ্নিকাণ্ড শুরু হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে আদমজী ইপিজেড ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কার্টুন পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ লাগার কারণে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন আরো জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফতুল্লার সস্তাপুর গার্মেন্টস ও ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড শুরু হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাট ঘটেছে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল আগুন থেকে রক্ষা (উদ্ধার) গেছে। আগুনের দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।

আসিফ

×