ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মহেশখালীতে পারিবারিক দ্বন্দ্বে ভাগিনা খুন, মামার নির্দেশেই দুই ছেলের হাতে নৃশংস মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী

প্রকাশিত: ১৮:৫২, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৫৩, ২৩ এপ্রিল ২০২৫

মহেশখালীতে পারিবারিক দ্বন্দ্বে ভাগিনা খুন, মামার নির্দেশেই দুই ছেলের হাতে নৃশংস মৃত্যু!

ছবি: সংগৃহীত

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের মনছরো পাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে নির্মমভাবে খুন হয়েছেন মো. কাশেম (৩৮)। পারিবারিক দ্বন্দ্বের পেছনে ছিল ট্রলার মালিকের কাছ থেকে পাওয়া আগাম অর্থ আটকে রাখা নিয়ে পুরনো বিবাদ।

২৩ এপ্রিল, ২০২৫ বুধবার সকাল ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের পরিবারের ভাষ্যমতে, ঘরের দরজা বন্ধ করে একা ছিলেন কাশেম। এ সময় তার মামা গফুর মিয়ার নির্দেশে গফুরের দুই ছেলে শাকিব খান ও শাহেদ খান ঘরে ঢুকে পড়ে। তাদের হাতে ছিল ধারালো দা। মুখভঙ্গিমায় ছিল উগ্রতা ও ক্ষোভ। কিছু বুঝে ওঠার আগেই কাশেমের ওপর প্রথম কোপটি পড়ে। এরপর একের পর এক আঘাতে লুটিয়ে পড়েন কাশেম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

নিহতের আরেক মামা জাহাঙ্গীর মিয়া বলেন, “আমার বড় ভাই গফুরের সন্দেহ থেকেই তার দুই ছেলে আমাদের ভাগিনা কাশেমকে খুন করেছে।”

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “সামান্য একটি পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝির জেরে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে একযোগে অভিযান চলছে।"

আসিফ

×