ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

দীর্ঘ ১৬ বছর পর চালু হলো রাজশাহীর ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৮:২০, ২৩ এপ্রিল ২০২৫

দীর্ঘ ১৬ বছর পর চালু হলো রাজশাহীর ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট

ছবি: জনকণ্ঠ

আওয়ামী আমলে বন্ধ থাকার পর দীর্ঘ ১৬ বছর পর রাজশাহীতে চালু হলো পবা উপজেলার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট।

বুধবার এ উপলক্ষে দামকুড়া পশুহাট প্রাঙ্গণে পশুহাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে শুরুর দিনেই রাজশাহী সিটি হাটের লোকজন এ হাটে পশু প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে।

এদিকে হাটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য, দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশুহাটের ইজারাদার শাহজাহান আলী। দামকুড়া পশুহাটটি ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নিয়েছেন তিনি।

এ হাটে ক্রেতা-বিক্রেতার উৎসাহিত করার লক্ষ্যে গরু প্রতি ৪০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা ছাড় মূল্য নির্ধারণ করা হয়েছে। বিক্রেতাকে কোন ইজারা মূল্য দিতে হবে না বলে জানিয়েছেন পশুহাটের ইজারাদার শাহজাহান আলী।

এ বিষয়ে জানতে চাইলে এ হাটের ইজারাদার শাহজাহান আলী জানান, ১৯৮৯ সালে সর্বপ্রথম দামকুড়া পশুহাটটি চালু হয়। কিন্তু স্বৈরাচার সরকারের আমলে ২০০৮ সালের পর থেকে কৌশলে দামকুড়া পশুহাটটি বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহে বুধবার ও রবিবার এই দুইদিন নগরীর সিটি হাট ও দামকুড়া পশুহাট বসে। এই দুই হাটের বার একই হওয়ায় কৌশলে ইজারা নিয়ে দীর্ঘ ১৬ বছর বন্ধ রাখা হয়েছিল দামকুড়া পশুহাটটি। কৌশলে বঞ্চিত করা হয়েছিল প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব। অবশেষে দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট।

তিনি আরও জানান, আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গরু বিক্রেতাকে কোন ইজারা মূল্য দিতে হবে না। শুধুমাত্র ক্রেতাকে গরু প্রতি ৪০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা ছাড় মূল্য দিতে হয়।

শহীদ

×