ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় সাবেক মেয়রসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

প্রকাশিত: ১৬:৫৩, ২৩ এপ্রিল ২০২৫

নেত্রকোনায় সাবেক মেয়রসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা শহরের বনোয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নেতারা হচ্ছেন: কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুল। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আসাদুল হক ভুঁইয়া ও মোস্তাফিজুর রহমান বিপুল ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে পলাতক ছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা জেলা শহরের বনোয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।  ওসি জানান, তাদেরকে ৫ আগস্টের পর দায়ের করা একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

 

সঞ্জয় সরকার/ফারুক

×