ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলো না নুরাইয়ার, অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা, তাড়াশ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৯, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৪৯, ২৩ এপ্রিল ২০২৫

স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলো না নুরাইয়ার, অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে। নিহত নুরাইয়া খাতুন উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মোঃ ফিরোজ হোসেনের বড় মেয়ে এবং নওগাঁ বাজারের শিশু গুরু-শিষ্য কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরাইয়া স্কুল শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় মাছের খাদ্য বোঝাই একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


 

মারিয়া

×