
ছবি: সংগৃহীত
কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার ২৩ এপ্রিল জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাধবপুর এলাকায় ঢাকা-চট্রগ্রাম রেলসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের যে কোনো সময় এই তিন কিশোর ট্রেনে কাটা পড়ে। কোন ট্রেনে তারা কাটা পড়েছে রেলওয়ে পুলিশ বিষয়টি জানার চেষ্টা করছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ তিনটি উদ্ধার করে নিয়ে যায়।
দুপুরে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি, তারা কিশোর। তবে তাদেরকে নেশাখোরের মতো মনে হচ্ছে। তারা কি ট্রেন থেকে পড়ে মারা গেছেন নাকিরট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত নয়। তাদের পরিচয় উদঘাটনসহ মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আবীর