ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আ. লীগের ভিডিও এডিটরদের উপর কেন ক্ষেপেছেন চমক?

প্রকাশিত: ০৮:২০, ২৩ এপ্রিল ২০২৫

আ. লীগের ভিডিও এডিটরদের উপর কেন ক্ষেপেছেন চমক?

ছবি : সংগৃহীত

সম্প্রতি অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ধূমপানরত এক নারীকে গাড়িতে বসে অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। এই ভিডিও নিয়ে চমক ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, "এআই-এর এই জমানায় এতো খারাপ এডিটিং কি মানা যায়!!! লীগের মানুষজন এই ষোলো বছর তো ভালো টাকাই কামাইছে, তারা তো আরো ভালো এডিটর হায়ার করতে পারতো!!! চেহারাই বোঝা যায় না!!! কি একটা অবস্থা!!!" তার এই বক্তব্যে আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত রয়েছে বলে অনেকে মনে করছেন।  

 

রুকাইয়া জাহান চমক ইতিমধ্যে আওয়ামী লীগের সমালোচনা করে আসছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি দলটির বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলছেন। তার মতে, আওয়ামী লীগ সমর্থকরা বিভিন্ন নৈরাজ্যের জন্য দায়ী এবং তাদের কর্মকাণ্ড সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।  

এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারী মনে করছেন, এটি একটি ডিপফেক বা এডিটেড ভিডিও হতে পারে, যা চমকের ইমেজ নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে। আবার কেউ কেউ চমকের বক্তব্যের সমর্থনও জানিয়েছেন।  

এটি প্রথম নয় যখন চমক বিতর্কিত মন্তব্য করেছেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় সমালোচনা এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া তার উল্লেখযোগ্য কিছু বিতর্ক।

 

বর্তমান পরিস্থিতিতে চমকের এই ভিডিও এবং তার প্রতিক্রিয়া নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা চলছে। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও, চমক তার অবস্থান থেকে সরে আসেননি এবং উক্ত ভিডিও আসল ব্যাক্তির পরিচয় ও তিনি নিজের একাউন্টে তুলে ধরেন, পাশাপাশি সত্যতা প্রমাণ করেনএবং আওয়ামী লীগের বিরুদ্ধে তার সমালোচনা অব্যাহত রেখেছেন।

আঁখি

×