
চলমান দাখিল পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় মাদরাসার ছাত্র ও শিক্ষক সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার দুজন হলেন- ওই উপজেলার বড়ভিটা ফাজিল মাদরাসার আলিমের দ্বিতীয় বর্ষের ছাত্র রোকনুজ্জামান (১৮) ও একই মাদরাসার সহকারী শিক্ষক (গ্রন্থাগার) মোজাহিদুল ইসলাম (৩২)।
অভিযোগ রয়েছে উক্ত পরীক্ষার প্রশ্ন পত্রের ছবি মোবাইলে তুলে তারা পাশ্ববর্তী জলঢাকা উপজেলায় সরবরাহ করেছিল। ওই ঘটনার সাথে কথিত এক জ্বিনের বাদশা নামের এক যুবক লাখ টাকার ব্যবসা করতে গিয়ে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। ২০ হাজার টাকা বকেয়া থাকায় গোপনে প্রশ্ন পত্র ফাঁসের বিষয়টি প্রকাশ করে দেয়। প্রশ্ন উঠেছে কে এই জ্বিনের বাদশা। এলাকাবাসী জানায় পুলিশ সুষ্ঠু তদন্ত করলে পর্দার আড়ালে থাকা জ্বিনের বাদশা এ ঘটনায় ধরা পড়বেই।
কিশোরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশ্ন ফাঁসের অভিযোগে দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর সাথে আরও কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।
রাজু